স্টাফ রিপাের্টার:: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার তিন উপজেলায় মধ্যে পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থী থাকছে, মিটন চাকমা, চন্দ্র দেব চাকমা, কালাচাঁদ চাকমা, সমর বিকাশ চাকমা এবং মানেক পুতি চাকমা।
ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন, জয়নাথ দেব, সৈকত চাকমা এবং কিরণ ত্রিপুরা মনোনয়ন জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা এবং সুজাতা চাকমা প্রার্থী হয়েছেন।
এদিকে পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে শান্তি জীবন চাকমা এবং ভাইস চেয়ারম্যান পদে সঞ্চয় চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুজনেই ফেরারি আসামি। তথ্য গোপন করেছেন হলফনামায়। ফলে মাঠে থাকছে বাকিরা।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ জানান, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা, পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল২৪,যাচাই-বাছাই ২৩ এপ্রিল,আপিল- ২৪ থেকে ২৬ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্ধ ০২ মে ও ভোট গ্রহণ ২১ মে ২০২৪ বলে জানান নির্বাচন অফিস সূত্র।
জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে, পানছড়ি উপজেলায় ৫ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৫৬ হাজার ৫ জন। এর মধ্যে পরুষ ভোটার ২৮ হাজার ২৪ জন এবং নারী ভোটার ২৭ হাজার ৯৮০ জন।উপজেলায় ভোট কেন্দ্রে রয়েছে ২৫ টি।