উপজেলা পরিষদ নির্বাচন
মো: সোহেল রানা,দীঘিনালা:: উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল(২১ এপ্রিল ২০২৪) ছিল মনোনয়ন পত্র দাখিলে শেষ দিন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন বর্তমান চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: কাশেম ও স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, মো: মজিবর ফরাজী, মো: সোলাইমান ও সাবেক ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা। নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামীগের সভাপতি মিজ সীমা দেওয়ান ও বিলকিছ বেগম।
নির্বাচন অফিস তথ্যসুত্রে জানাযায়, ২১এপ্রিল ৪টা পর্যন্ত অনলাইনে মনোনয়ন পত্র দাখিলে শেষ তারিখ ছিল। মনোনয়ন পত্র বাছাইয়ে তারিখ ২৩ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাইয়ে বিরুদ্ধে আপিল ২৪-২৬এপ্রিল, আপিল নিস্পতি ২৭-২৯এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০এপ্রিল, প্রতীক বরাদ্দ ২মে ও ভোটগ্রহন ২১ মে নির্ধারন করা হয়েছে।