স্টাফ রিপাের্টার:: বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সক্রিয় সদস্যসহ আরও ৪৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৭টি অস্ত্র, ২০টি কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৬ জনকে আটকের তথ্য জানিয়েছে যৌথ বাহিনী।
সোমবার (৮ এপ্রিল) রুমার বেথেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী। তিনি বলেন, রুমার পাহাড়ে কেএনএফের বিরুদ্ধে অভিযান চলছে।
এই অভিযানে আরও ৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। আটকদের তিনটি বাসে করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযানে রুমার সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ার ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৫ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।