স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গাঁজাসহ চার যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে থানার হাফছড়ির পথাছড়া বাঙ্গালিপাড়া থেকে বিশেষ অভিযান পরিচালনা করে চার যুবককে ১ কেজি ৫৮০ গ্রাম গাঁজাসহ আটক করেছে গুইমারা থানা পুলিশ।
আটকৃতরা হলেন- চট্টগ্রাম কাজল দিঘীর পাড় (ভেনু বনবিহার) এলাকার মৃত মংকেউচিং মার্মার ছেলে রেপ্রুচাই মার্মা (২০), গুইমারা হাফছড়ি এলাকার মোঃ শাহজাহান ভূঁইয়ার ছেলে সোহাগ (২২), একই এলাকার বিডিয়ার পাড়ার মোঃ অরুণের ছেলে মোঃ সুমন (২২) ও কালাপানি টিলার উহ্লা মার্মার ছেলে চাইলাপ্রু মার্মা (২৪)।
গুইমারা থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।