স্টাফ রিপাের্টার:: বৈসাবি ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পানছড়ি উপজেলায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। শনিবার (৬ এপ্রিল ২০২৪) সকালে পানছড়ি উপজেলা বাজারে দুই শতাধিক দরিদ্র অসহায় পাহাড়ি ও বাঙালী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সব ত্রাণ সামগ্রী অসহায়দের মাঝে তুলে দেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আলোক ময় চাকমা। এ সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সমন্বয়ক দীপন আলো চাকমা, সবিনয় চাকমা ও প্রদীপ চাকমা প্রমূখ বিতরণ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পাহাড়ে বসবাসরত নানা জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। শুরু থেকেই ইউপিডিএফ (গণতান্ত্রিক) নানা সময়ে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানান কর্মসূচী অব্যাহত আছে। এধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা।