স্টাফ রিপাের্টার:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পার্বত্যাঞ্চলে কাউকে অশান্ত করতে দেওয়া হবে না। ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় কারো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে’। শনিবার (৬ এপ্রিল ২০২৪) বেলা ১১টার দিকে বান্দরবানের রুমা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কেএনএফ সদস্যদের কঠোরভাবে দমন করা হবে। ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রুমা এমন একটি জায়গায়, যে জায়গায় কোনো দিন এ ধরনের একটা অশান্ত পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সব সময় দেখেছি, শান্তি প্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল, এটাই আজকে আমাদের কাছে প্রশ্ন।
তিনি বলেন, ডাকাতির মূল উদ্দেশ্য ছিল বোধ হয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা তা মনে করছি। আমরা সব কিছুই দেখব। অস্ত্র এবং পোশাক সহকারে এখানে ঢুকবে; আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়।
তিনি আরও বলেন, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। কারা অশান্তি সৃষ্টি করেছে, কাদের সহযোগিতা ছিল সবগুলো আমরা খঁজে বের করব এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। দুপুরে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী।
এর আগে বান্দরবানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। রুমায় সোনালী ব্যাংকে হামলা ও ব্যাংকের অপহৃত ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে উদ্ধারের পর থেকেই যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে র্যাব।