স্টাফ রিপাের্টার:: ভিন্ন এক চিন্তা আর ভালোবাসার স্থান থেকে ইমাম-মুয়াজ্জিনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেলন ২নং ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারী। ইমাম-মুয়াজ্জিনরা যাতে কিছুটা হলেও পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে পারেন সে লক্ষ নিয়ে এ ধরনের উদ্যােগ নেয়ার কথা জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি সেলিম ট্রেড সেন্টারের নিচ তলায় ”খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের ১১টি মসজিদের কমিটি,ইমাম-মুয়াজ্জিনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেনতিনি। এতে খাগড়াছড়ি বনশ্রী মসজিদের ইমাম হাফেজ মো. নুরুন্নবীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও কমিটির সভাপতির নেতৃবৃন্দরা অংশ নেন।
কাউন্সিলর মানিক পাটোয়ারী জানান, সবুজবাগ,কলেজ গেইট,কুমিল্লাটিলাসহ ২নং ওয়ার্ডের ১১টি ইসলাম ধর্মাবলম্বীদের মসজিদ রয়েছে। যেখানে রোজাদারা তাদের নিয়মিত ৫ ওয়াক্ত নামাজসহ তারাবী নামাজ আদায় করে আসছে। এ ওয়ার্ডের মানুষগুলো আমার পরিবারের সদস্য। তাই যেকোন ধর্মের উৎসব,আয়োজনে সাধ্যমত সকলের পাশে থাকার চেষ্টা করে থাকি।
বিভিন্ন সময় সাধারন মানুষের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে তিনি এই বছর মসজিদ গুলোতে নামাজের হাদিয়ায় নিজের চেষ্টায় সাধ্যমতো নিজ নির্বাচনী এলাকার ১১টি মসজিদে কিছুটা হলেও তারাবীর হাদিয়া এ উদ্যোগ নেয় বলে জানান। এধারা চলমান থাকবে বলেও তিনি জানান।