স্টাফ রিপাের্টার:: পানছড়িতে অসহায় ও দুঃস্থদের ঈদ উপহার বিতরণ করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তধর পিপিএম (বার)। শুক্রবার (৫ এপ্রিল ২০২৪) বিকেলে তিনি পানছড়ি থানায় দুঃস্থদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তাদের সাথে একই সঙ্গে ইফতার করেন।
এতে প্রায় ৩০ জনের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণসহ একসাথে ইফতার করা হয়। পুলিশ সুপার জনাব মুক্তাধর পিপিএম (বার) এর সামাজিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে নিয়মিত অংশগ্রহণের ধারাবাহিকতায় সমাজের নিম্ন বিত্ত মানুষের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য অনুভূতি নিয়ে অসহায় ও দুঃস্থদের নিয়ে কাজ করে আসছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তাধর বলেন,আমরা চাই সব সময় আনন্দ ভাগাভাগি করে নিতে। সিয়াম সাধনার মাস চলছে। কিছুদিন পরেই ঈদুল ফিতর, মুসলমানদের অন্যতম আনন্দের দিন। সমাজের অসহায় ও দুঃস্থ মানুষজন এই সিয়াম সাধনার সময় একটু ভালো করে সেহরি করবে, ইফতারি করবে, এ সুযোগগুলো খুব কমই হয়।
তাই ঈদুল ফিতরে প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী ঈদ আনন্দের জন্য কেনাকাটা করবে। আনন্দগুলোকে উদযাপন করবে। এ ক্ষেত্রে সমাজের অসহায় এবং দুস্থ মানুষ গুলো অনেক পিছিয়ে। সমাজের এ শ্রেণীর মানুষগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তাদেরকে একটু সুযোগ করে দেই আনন্দ করার জন্যই এ চেষ্টা।
এতে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যগণ উপস্থিত ছিলেন ।