স্টাফ রিপাের্টার:: বান্দরবানের রুমার পর এবার থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল ২০২৪) থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনালী ব্যাংক থেকে ১৩ লাখ টাকার বেশি লুট হয়েছে। তবে কৃষি ব্যাংক থেকে লুট হওয়া টাকার পরিমাণ জানা যায়নি।
এ সময় অস্ত্রধারীরা ডাকাতি,নগদ টাকা লুট করে নিয়ে যায়। বুধবার বেলা ১টার দিকে কয়েকটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। পরে থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাতি করে পালিয়ে যায়।
গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রুমা বাজারের সোনালী ব্যাংকে হানা দেয় অস্ত্রধারী একদল ডাকাত। তারা ব্যাংকের ভল্টের টাকা লুট ও ম্যানেজারকেও তুলে নিয়ে যায়। এ ঘটনার জন্য কেএনএফকে দায়ী করছে স্থানীয়রা।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, অস্ত্রধারীরা টাকা ও অস্ত্র লুট করেছে। ম্যানেজারকে তুলে নিয়ে গেছে।