মো: সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার মেরুং বাজারের ২০টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে। বুধবার(৩ এপ্রিল ২০২৪ ) মেরুং বাজোরের ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, ব্যাটালিয়ন আনসার সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে মেরুং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী (পিসি) জানান, বুধবার ভোর রাতে সেহেরী খাওয়ার সময় মেরুং বাজারের মাঝের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঈদকে সামনে দোকানগুলোতে ভরপুর মালামাল ছিলো। এ ঘটনায় ২০টি দোকানে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ বাজার পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এসময় তিনি বলেন, আজ ভোররাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এর মেরুং বাজারে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।