আল-মামুন:: ল্যাপটপ-মোবাইল চুরি করে খাগড়াছড়িতে শেষ রক্ষা হলো না চোর চক্রের। ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করে পুলিশ আটক করেছে চোর চক্রের মূলহোতা মোঃ সাব্বির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল ২০২৪) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার) নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ বিষয়টি জানান
পুলিশ জানায়, গত ৩০ মার্চ রাতের খাবার খেয়ে নিজ বসত ঘরে যার যার কক্ষে ঘুমালে অজ্ঞাতনামা চোরচক্র ঐ রাতেই (৩১ মার্চ ২০২৪) অনুমান ২টা হতে ৪টার মধ্যে বাদী রুমি চাকমার ঘরে প্রবেশ করে ১টি ল্যাপটপ এবং ৪ টি এন্ড্রয়েট মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
পরে এ ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলায় নিয়ে মাঠে নামে। পরে মামলার তদন্তে আধুনিক তদন্ত কৌশল, তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে খাগড়াছড়ি সদর থানার একটি বিশেষ চৌকস দল গঠন করে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার) এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ তফিকুল আলম ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলা রুজুর ৬ ঘন্টার মধ্যে জড়িত খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বাসিন্দা নাছির হক ছেলে চুরির ঘটনার মুলহোতা মোঃ সাব্বির মিয়া (১৮)কে গ্রেপ্তার করে।
এ সময় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ১ টি ল্যাপটপ ও ০২ টি মোবাইলসহ আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার দায় স্বীকার করে। মামলা তদন্ত অব্যাহত আছে এবং খাগড়াছড়ি সদর থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চোরাইকৃত মালামাল সহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে পুলিশ সূত্র জানায়।
ভবিষ্যতে অনুরূপ যে কোন অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ শর্তক এবং সচেষ্ট আছে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।