স্টাফ রিপাের্টার:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ৩নং পানছড়ি ইউনিয়নের হাছান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো: নাঈমুল মুশফিক নাঈম দুঃস্থদের মাঝে সামগ্রী হাতে তুলে দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এই বছর ইফতার পার্টির আয়োজন না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রদান করেছেন।
তাই প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষন করে বিজিরির মহাপরিচালক সকল রিজিয়িন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।