সব
facebook raytahost.com
মা‌টিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন | Protidiner Khagrachari

মা‌টিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মা‌টিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপাের্টার:: নানা আ‌য়োজ‌নে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় মহান স্বাধীনতা জা‌তিয় দিবস উদযাপন ক‌রেছে মা‌টিরাঙ্গা উপ‌জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) দুপু‌রে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আ‌য়ো‌জিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডে‌জি চক্রবর্তীর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রা‌খেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপ‌জেলা সহকারী ক‌মিশনান (ভূ‌মি ) মিজানুর রহমান,থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, কৃ‌ষি কর্মকর্তা সবুজ আলী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আবুল হা‌সেম প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতেই ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবসহ অতিথিরা। যুদ্ধকালীন সময়ের মতোই মুক্তিযোদ্ধাদেরকে দেশের জন্য কাজ করার আহ্বান জানি‌য়ে বক্তারা বলেন, বিজয় অর্জনের ৫৪ বছরের পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত ক‌রে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হ‌বে।

এর আ‌গে সুর্য উদ‌য়ের সা‌থে সা‌থে সা‌থে স্বাধীনতা সোপা‌নে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন শে‌ষে স্বাধীনতা সোপা‌নে ফুল দিয়ে শদীদ‌দের প্রতি শ্রদ্ধা জানান উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ডে‌জি চক্রবর্তী ও উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম,মা‌টিরাঙ্গা থানা ,মু‌ক্তিযোদ্ধা সংসদ ও বি‌ভিন্ন সরকারী-‌বেসরকা‌রি প্রতিষ্ঠান, রাজনৈ‌তিক,সামা‌জিক ও পেশাজী‌বি সংগঠন।

আপর দি‌কে সকাল সা‌ড়ে ৮টায় মা‌টিরাঙ্গা বনশ্রী বিদ‌্যা‌নি‌কেতন মা‌ঠে পু‌লিশ, আনছার , ভি‌ডি‌পি ও বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের অংশ গ্রহ‌নে কুছকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ‌তে সালাম গ্রহন ক‌রেন উপ‌জেলা চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম,‌নির্বা‌হী কর্মকর্ত ডে‌জি চক্রবর্তী ও থানা অ‌ফিসার ইনচার্জ কুমল কৃঞ্চ ধর। অনুষ্ঠান শে‌ষে আ‌য়ো‌জিত বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় অংশ গ্রহনকারী‌ বিজয়ী‌দের মা‌ঝে পুরুষ্কার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

মাটিরাঙ্গায় ৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ

মাটিরাঙ্গায় ৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ

আবারো রক্তে রঞ্জিত পাহাড়

আবারো রক্তে রঞ্জিত পাহাড়

লুটের মালামালসহ ২ ডাকাত গ্রেপ্তার

লুটের মালামালসহ ২ ডাকাত গ্রেপ্তার

অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা

অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা

অবৈধ মেলার নেশায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

অবৈধ মেলার নেশায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

রাতের আঁধার অবৈধ পাঁচাকারীদের অভয়ারণ্য

রাতের আঁধার অবৈধ পাঁচাকারীদের অভয়ারণ্য

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com