আল-মামুন:: নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (২৬ শে মার্চ ২০২৪) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে র্যালী করে। র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুলেল দিয়ে শ্রদ্ধা জানান।
এতে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে টাউনহলস্থ বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করে অনুষ্ঠান শেষ হয়।
দিবসটি উপলক্ষে সোমবার সূর্যদয়ের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা,এম এ জব্বার, নিলোৎপল খীসা,শতরুপা চাকমা, শুভ মঙ্গল চাকমা,খোকনেশ্বর ত্রিপুরা,ক্যজরী মারমা,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,দপ্তর সম্পাদক চন্দন দে,উপ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম,সদস্য শামীম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার প্রমূখ।