সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা
স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ ২০২৪) সকাল ৯টায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি।
বক্তব্যে তিনি বলেন,সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব। তাই সকলের আন্তরিক প্রচেষ্টা,সহযোগিতার মধ্য দিয়ে শান্তি বজায় রেখে সকল সম্প্রদায়ের মেলবন্ধনের মধ্য দিয়ে সহবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।
এছাড়া সড়ক দুর্ঘটনা,পানি নিষ্কাশন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য,চোরাচালান, খুন,গুম,অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানা বিষয় তুলে ধরেন বক্তারা।
এ মতবিনিময় সভায় গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার (ওসি) মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার এসআই নাজমুল, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মোকতাদের হোসেনসহ আরো অনেক শিক্ষক,হেডম্যান, কারবারি,জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।