দিদারুল রাফি:: বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার এর ২১ সদস্য বিশিষ্ট জেলা মিডিয়া টিম বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) খাগড়াছড়ি জেলা রোভার এর সম্পাদক স্কাউটার মোঃ দুলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই উপ-কমিটি ঘোষণা করা হয়।
মিডিয়া টিম উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা রোভার স্কাউট লিডার প্রতিনিধি স্কাউটার মো. দিদারুল আলম (রাফি) ও জেলা সিনিয়র রোভার মেট (সাবেক) সোহানুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন উপস্থাপনা বিভাগে আরাফাত হোসেন রিজভী, অদিতি বড়ুয়া, তৌফিক ইমরোজ, ডিজিটাল ব্যানার তৈরি বিভাগে ইকবাল হোসেন, সুজন ত্রিপুরা, মো. মনির হোসেন, সমে রঞ্জন ত্রিপুরা, আব্দুল আল নোমান, মোঃ জসিম উদ্দিন, ফটোগ্রাফি বিভাগে আরমানুল ইসলাম, সীমা ত্রিপুরা, মোঃ সৈকত হোসেন সাগর, আরমান হোসেন, ভিডিও এডিটিং বিভাগে মোঃ ইমন, জীবন ত্রিপুরা, আবির হাসান ফাহিম, ও সোস্যাল মিডিয়া বিভাগে সাজু আহমেদ, তাপস বড়ুয়া এবং মোঃ নাজমুল হোসেন।
খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক স্কাউটার মোঃ দুলাল হোসেন জানান, ‘গঠিত মিডিয়া টিম বিষয়ক উপ-কমিটি খাগড়াছড়ি জেলা রোভারের কার্যক্রম তথা খাগড়াছড়ি জেলা ব্রান্ডিং এর জন্য কাজ করবে। পাশাপাশি জেলা রোভারের আওতাধীন বিভিন্ন ইউনিট কর্তৃক আয়োজিত কর্মসূচি সমূহ প্রচারে এই কমিটি দায়িত্বপালন করবে।’