প্রতিনিধি,রাঙামাটি:: রাঙামাটিতে চুরি ও হারানো ২৭৪টি মুঠোফোন মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (১৮ মার্চ ২০২৪) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধার হওয়া এসব মুঠোফোন মালিকদের কাছে ফিরিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি এ পর্যন্ত ২৭৪টি হারানো মুঠোফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ টাকা বলে জানানো হয়।
হারিয়ে যাওয়া মুঠোফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুঠোফোনের মালিকরা। এসময় সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ (এসআই) মাসুদ রানাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।