স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ব্রজেন ত্রিপুরা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৮ মার্চ ২০২৪) দুপুরে খাগড়াছড়িতে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর।
এর আগে রবিবার বিকালে উপজেলার বেলছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড তাজা গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন,২টি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়।গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।