ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়ির গুইমারায় হত্যা,চাঁদাবাজিসহ তিন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মংশাপ্রু মার্মাকে গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ ২০২৪ )ভোর রাতে গুইমারার হাফছড়ি ইউপির নতুনপাড়া এলাকার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে হাফছড়ির নতুনপাড়া এলাকার শৈলাথৈ মার্মার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত আসামি মংশাপ্রু মার্মাকে গ্রেপ্তার করা হয়। সে হত্যা,চাঁদাবাজিসহ তিন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মংশাপ্রু মার্মা হত্যা,চাঁদাবাজিসহ ওয়ারেন্টভুক্ত ৩টি মামলার আসামী। সে দীর্ঘদিন ধরে দূর্গম পাহাড়ে পলাতক থাকায় গ্রেফতার করা কঠিন হলেও অবশেষে অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে তিনি জানান।