স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (১৩ মার্চ) রাতে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম এই সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছররে ২৭ এপ্রিল পার্বত্য জেলা খাগড়াছড়ির ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে,‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ,খাগড়াছড়ি জেলা শাখার বার্ষিক সম্মেলন আগামী ২৭ এপ্রিল (শনিবার) ২০২৪ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।