মো: সোহেল রানা,দীঘিনালা:: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪খ্রি. উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ ২০২৪) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান উপলক্ষে জিনিস পত্রের দাম বৃদ্ধি করে বাজারে অসহনশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। পন্য মজুদ করে বাজারে সংকট তৈরি করবে যারা তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থ নেওয়া এবং মোট অংকের জেল জরিমানা করা হবে।
আর ভোক্তারা পন্যের দাম বৃদ্ধি পাবে শুনে কোন জিনিস বেশি করে কিনে পন্য সংকট তৈরি করা যাবে না। ব্যবসায়িকরা সীমিত লাভে পন্য বিক্রি করবেন। ক্রেতা বিক্রেতার মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকতে হবে করো কাছে বেশি করো কাছে কম দাম নেয়া যাবেনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা থাকা বাজার ও বোয়ালখালী নতুন বাজার চৌধুরী জেসমিন চৌধুরী,দীঘিনালা থানা প্রতিনিধি এআই প্রেমানন্দ মন্ডল,দীঘিনালা প্রাথমিক শিক্ষা অফিসার সেনামিত্র চাকমা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির ফরাজি,বোয়ালখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মো আব্দুল রাজ্জাক,মো খোকন, থানা বাজার সভাপতি মো নুরুনবী, সাংবাদিক মো সোহেল রানা।
এছাড়াও দীঘিনালা উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়িকবৃন্দ উপস্থিত ছিলেন।