ছবি-সংগৃহিত।
স্টাফ রিপাের্টার:: তদবির,ঘুষ ছাড়াই মেধা-যোগ্যতায় খাগড়াছড়িতে ২ জন নারীসহ মোট ১৫ জন প্রার্থী পেলাে পুলিশে। ১২০ টাকায় পুলিশ কনস্টেবল এ পদে চাকরি পেয়ে আত্মহারা চাকরী প্রার্থীরা। মেধা যোগ্যতা ও শারীরিকভাবে ফিটনেস,লিখিত,মৌখিকসহ সকল ধাপে উত্তীর্ণ হয় তারা।
বুধবার (১৩ মার্চ ২০২৪) দিনভর নিজেদের ভাগ্য নির্ধারণের শেষ দিনে মৌখিক পরীক্ষা শেষে বিকালে খাগড়াছড়ির পুলিশ লাইন ড্রিলশেড তাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)। তিনি বলেন, শারীরিক ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় স্থান করে নিয়েছেন।
এ সময় তিনি সকলকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। পুলিশ সুপার আরও বলেন, কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।
পরে তিনি নির্বাচিত প্রার্থীদের অভিব্যক্তি শুনতে চান। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্বাচিত কয়েকজন আনন্দে আপ্লুত হয়ে কেঁদে আবেগঘন দৃশ্যের অবতারনা হয়।
আয়োজিত এ “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল” পদে নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষায় পুরুষ প্রার্থী ছিলেন ৪৫ জন এবং নারী ছিলেন ৪ জন। তাদের মধ্যে থেকে ১৫জন উত্তীর্ণ হয়। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম- বার), এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।