সব
facebook raytahost.com
২৩ বাংলাদেশিকে ৫০ লাখ ডলারে না দিলে হত্যার হুমকি | Protidiner Khagrachari

২৩ বাংলাদেশিকে ৫০ লাখ ডলারে না দিলে হত্যার হুমকি

২৩ বাংলাদেশিকে ৫০ লাখ ডলারে না দিলে হত্যার হুমকি

জলদস্যুদের হাতে জাহাজ জিম্মি

ডেস্ক রিপাের্ট:: বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহসহ জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার জলদস্যুরা। দুই দিন ধরে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে রয়েছে জাহাজটি। শিগগিরই দাবি করা ৫০ লাখ ডলার না দিলে তাদের একে একে মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা।

পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটি ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল।

জিম্মি ২৩ নাবিকের হলেন: জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্ম শ্মসুদ্দিন, মো. আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ।

মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ জনকে জিম্মি করে একটি কেবিনে রাখা হয়েছিল। এরপর নাবিকরা নিজেদের মোবাইল থেকে কয়েকটি ভিডিও বার্তা পাঠান। কিন্ওতু তাদের মোবাইল ফোন জলদস্যুরা জব্দ করে নেওয়ার পর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে জাহাজটির প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) মো. আতিক উল্লাহ খান তার স্ত্রীকে পাঠানো সর্বশেষ এক অডিও বার্তায় বলেন, আমাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নিচ্ছে। টাকা না দিলে তারা একে একে আমাদের সবাইকে মেরে ফেলবে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সবদিকে পৌঁছে দিয়ো।

জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন। গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এ রকম ঘটনা অহরহ ঘটে। আমাদের অতীত অভিজ্ঞতাও আছে। আশা করছি, নাবিক ও জাহাজটি ফিরিয়ে আনতে পারব। প্রয়োজনে মধ্যস্থতা সংস্থা ও ব্রিটিশ বীমা কোম্পানির সহায়তা নেওয়া হবে। জাহাজটিতে ২০-২৫ দিনের খাবার রয়েছে। ২০০ টন বিশুদ্ধ পানি রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
বিশ্বে ফের শান্তি আসবে আমি জিতলে

বিশ্বে ফের শান্তি আসবে আমি জিতলে

জরুরি অবস্থা জারি,মণিপুরে সহিংসতা

জরুরি অবস্থা জারি,মণিপুরে সহিংসতা

জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলেন ড.ইউনূস

জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলেন ড.ইউনূস

রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত

রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত

আইএসআই’র সাবেক প্রধান গ্রেপ্তার

আইএসআই’র সাবেক প্রধান গ্রেপ্তার

ইরানে হামাস প্রধান হানিয়া নিহত

ইরানে হামাস প্রধান হানিয়া নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com