স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির পানছড়িতে চোলাইমদ সহ মোঃ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পানছড়ি সদর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৯ মার্চ ২০২৪) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সদর ইউপির কৃপাচরণপাড়া এলাকায় শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ (বিশ) লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মো: জসিম উদ্দিন উল্টাছড়ি ইউপির আলী নগরের মোঃ শাহান উদ্দিনে ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।