স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
সকালে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল ইসলাম, কারিতাস মাঠ কর্মকর্তা মো. সোলাইমান, পরিবার পরিকল্পনা বিভাগের মো. ওসমান গনি প্রমূখ।