স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় খাল ভরাট করে সরকারি জায়গা দখল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে লাল পতাকা দিয়ে ব্লক করে দেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
সম্প্রতি সরকারি জায়গা দখল ও খাল ভরাটের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন তিনি। অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেন ইউএনও রাজিব চৌধুরী। এ সময় দখলদারদের ঘটনাস্থলে আসার জন্য বার বার নিদের্শ প্রদান করলে তা অমান্য করে দখলদার।
পরে ইউএনও বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। অভিযানকালে উপস্থিত ছিলেন, গুইমারা বাজার ব্যবসায়ী সুদত্ত বড়ুয়া, যুবলীগ সভাপতি বিপ্লবশীলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, কোনো প্রকার অনুমতি ছাড়া সরকারি খাল ভরাট করা হচ্ছিল। দখলদারদের জায়গার কাগজপত্রাদী ও প্রয়োজনীয় ডকুমেন্টস দেখানোর জন্য বলা হলে তিনি তা দেখাতে পারিননি।
প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। যে বা যারাই অবৈধ কাজের সাথে লিপ্ত থাকুক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে জেল জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি। বুধবার ( ৬ই মার্চ ২০২৪) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।