স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বিপুল ইয়াবাসহ দুই ইয়াবা কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ ২০২৪) রাতে মাটিরাঙ্গা পৌর এলাকা থেকে তাদের হতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেফতার কৃতরা হলেন- মৃত জাহের মিয়ার ছেলে মো. মকবুল হোসেন (৬০) ও শামসুল হকের ছেলে সৈয়দ রাশেদ(৪০)। গ্রেফতারকৃতরা উভয় মাটিরাঙ্গা পৌর সভার রসুলপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টায় মাটিরাঙ্গা ৯নং পৌর ওয়ার্ড রসুলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিচ ইয়াবাসহ তাদের কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।