স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারায় ইয়াবাসহ রাসেল বড়ুয়া(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ ২০২৪) বিকালে উপজেলার ডাক্তার টিলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
রাসেল বড়ুয়া ডাক্তার টিলার মৃনাল বড়ুয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে গুউমারা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা ইউপির ৬নং ওয়ার্ড ডাক্তার টিলা এলাকয় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।