স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদরখীল এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চেঙ্গুছড়ায় পাহাড় কাটার দায়ে ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মার্চ ২০২৪) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল এলাকার দুলাল মিয়ার পুত্র মো. মামুন(২৪) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর পর আরেক অভিযানে তিনটহরী ইউনিয়নের, চেংগুছড়া এলাকার আলকাছ মিয়ার পুত্র মো. টিপু সুলতান(৩৫)কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুই ব্যক্তিকে ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।