স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে বোরো ধানে পোকা দমনে পার্চিং উৎসব ও রবি শস্যে মাঠ দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৩ মার্চ ২০২৪) সকালে উপজেলার ডলু ও বরইতলী ব্লকে রবি শস্যের প্রর্দশনীর ওপর মাঠ দিবস ও বোরো ধানে পোকা দমনে পার্চিং উৎসব উদযাপনে প্রান্তিক কৃষকদের নিয়ে অনুষ্ঠানে আয়োজন করে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহি উদ্দীন আহম্মদের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত মাঠ দিবস ও উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ, কৃষক মো. শাহ আলম প্রমুখ। পরে অতিথিরা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে আশ্রয়ণে পারিবারিক পুষ্টি বাগানে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করেন।