স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা সহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৩ ফেব্রুরী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ,মাটিরাঙ্গা পৌরসভার বামিন্দা আকাশ বড়ুয়া (২৮) ও জয় বড়ুয়া (২৬) এবং খাগড়াছড়ি পৌরসভার চেংলামো মার্মা (২৮) কে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাটিরাঙ্গা পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।