স্টাফ রিপোর্টার:: গুইমারা আট পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন(২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী ২০২৪) গুইমারা থানা এসআই মো: মোকারম হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তাকে গুইমারা থানাধীন হাফছড়ি ইউপির জালিয়াপাড়া সাকিনের সৈয়দ এন্ড সুবেদ সাপ্লায়ার্স হলুদ ফ্যাক্টরীর দক্ষিন পাশের মাঠে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় আটক করা হয়। আটককৃত যুবক জাহাঙ্গীর হোসেন মানিকছড়ি থানার গাভামারা এলাকার বাসিন্দা মৃত মোঃ হান্নান এর ছেলে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। গুইমারার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন,মাদক পরিবার,সমাজ,দেশ ধবংস করে।
জনসচেতনতায় পারে মাদক নিয়ন্ত্রণে সহায়তা করতে। তাই সকলকে মাদককে “না” বলার পাশাপাশি মাদকের সাথে জড়িতদের বিষয়ে সচেতন থেকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানান।