স্টাফ রিপোর্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে মটরসাইকেল দূর্ঘটনায় মোহাম্মদ শামীম(১৬) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনারখিল নামক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
পরে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার টর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফটিকছড়ির ভুজপুরের দাঁতমারা এলাকার মো: ফরিদ মিয়ার ছেলে বলে জানাগেছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস দূর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।