স্টাফ রিপোর্টার,মানিকছড়ি:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪নম্বর তিনটহরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. মোশাররফ হোসেনের আকষ্মিক মৃত্যুর পর শুন্য আসনের উপ-নির্বাচনে ভোট ৯ মার্চ। ২৩ ফেব্রয়ারী শুক্রবাব প্রতিদ্বন্দ্বি ৬ বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছে রির্টানিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী জানান, শুন্য আসনে ঘোষিত উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬জন। সব প্রক্রিয়া শেষে বৈধ ৬ প্রার্থীর মাঝে ২৩ ফেব্রুয়ারী শুক্রবার প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। ভোট গ্রহন ৯ মার্চ।
ওই ওয়ার্ডে ভোটার ১৪০৮ জন। প্রার্থীরা হলেন, আশীষ কান্তি দাশ (ভ্যান গাড়ী), মো. আবদুল মান্নান (বৈদ্যুতিক পাখা), মো. শহীদুল ইসলাম( ফুটবল) মো. বেলাল হোসেন (মোরগ), মো. আবদুল মতিন (টিউবওয়েল) ও মো. ফারুক হোসেন( তালা)। এদিকে প্রতীক বরাদ্দের পর পর প্রার্থীরা প্রচারণায় নেমেছে।