স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ” বই পাঠ” উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর’র সার্বিক তত্বাবধানে সকল উপজেলায় সপ্তাহব্যাপী এই বই পাঠ” উৎসবের ৩য় দিন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী ২০২৪) দুপুরে গুইমারা কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ছাত্র ছাত্রী নিয়ে অনুষ্ঠিত”বই পাঠ ” উৎসব।
এতে অতিথিরা বলেন, ভাষার মাসে মাতৃভাষাকে জানা,দেশকে জানা, স্বাধীনতার সঠিক ইতিহাস জানা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানা এবং স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করনের লক্ষে বই পাঠের বিকল্প নাই।
নতুন প্রজন্মকে বই পাঠে আগ্রহী করে সময় উপযোগি ব্যাতিক্রমী প্রথম বারের মতো আয়োজিত এই উৎসবকে সার্থক করে তুলার আহ্বান জানান। এ সময় গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পাল,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে “বই পাঠ” উৎসবে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।