স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জড়িত ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুর দেড়টায় উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন।
এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ওই এলাকার মৃত আবদুর রাজ্জাকের পুত্র মো. আলমাস(৪৭)কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় ৬০ হাজার জরিমানা করা হয়।
সহকারী কমিশনার( ভূমি) অবৈধভাবে বালু উত্তোলন কিংবা পাহাড় কাটা বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা(প্রশাসন) অভিযান পরিচালনা করে অপরাধীদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় জরিমানা আদায় কিংবা জড়িতকে জেলেও প্রেরণ করি। এতে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।