স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে মোঃ দেলোয়ার হোসেন (২৭) ও কামাল হোসেন(৪৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে চোলাইমদসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা উভয় মানিকছড়ির যোগ্যাছোলা ইউপির বাসিন্দ।
রবিবার ১৮ ফেব্রুয়ারী রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির যোগ্যাছোলা এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ লিটার ছোলাইমদ সহ তাদের গ্রেফতার করা হয়।
একই সাথে তাদের বহনকারি ১টি সিএনজি ও ১টি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।