স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেছেন, বই প্রকৃত শিক্ষা দেয়। বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। যে শিক্ষা কেউ কেড়ে নিতে পারে না। প্রতিদিন বই পড়লে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে ও মানসিক চাপ কমে। তাই নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুল প্রাঙ্গণে পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক)’র উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বইপাঠ উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাকে মাতৃভাষা হিসেবে পেতে যারা বুকের রক্ত দিয়েছেন, তাদের ত্যাগের যথার্থ সম্মান করতে বাংলা ভাষা চর্চার ক্ষুদ্র প্রয়াস হিসেবে আয়োজন এই বইপাঠ উৎসব উল্লেখ করে পুলিশ সুপার আরো বলেন, নিয়মিত বই পড়লে শব্দভান্ডার সমৃদ্ধ হয়। আর সমৃদ্ধ শব্দভান্ডার ভাষার উপর দক্ষতা ও নিয়ন্ত্রণ বাড়ায়।
এ সময় বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বই পড়ার উপকারিতা বিষয়ে নানান ধরনের উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম ও জসীম উদ্দিন, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা কর্মকর্তা আজিম উদ্দীন প্রমুখ।