স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ একজনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে ভাইবোনছড়া ইউপি’র চিত্তরঞ্জনপাড়ার বরেন্দ্র চাকমা’র পুত্র তনয় চাকমাকে(২৭) ব্যাটারী চালিত ইজিবাইকের ভিতর থেকে ১৯১ কার্টুন সিগারেট সহ আটক করে। যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানায় পুলিশ।
বর্ণিত ঘটনার আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার বিদেশি সিগারেটসহ তনয় চাকমা নামে এক যুবককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞসাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। আটককৃতের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।