স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত নুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে গেষ্ট অব অনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী। এতে বিশেষ অতিথি অভিভাবক সদস্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, অভিভাবক সদস্য কামাল হোসেন ও মনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষার্থীদের প্রধান অতিথি বলেন, আজকের বিদায় আনন্দের বিদায়। এ বিদায় তোমাদের নিয়ে যাবে জীবনের উচ্চ আসনে। এ বিদায় ১০ বছরের কর্মের মূল্যায়নের। বিদায়ের সফলতায় পৌঁছে দিবে রাষ্ট্রের গুরুত্বপুর্ন স্থানে। তাই আগামী ১মাস ভালো ভাবে পড়ালেখা করতে হবে। এসময় বিনা প্রয়োজনে মোবাইল ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়ে পরীক্ষার্থীদের সফল্যময় জীবন ও নবীনদের অভিনন্দন জানান তিনি।