স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই দুই ব্যক্তিকে মহালছড়ির চৌংড়াছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, মামলা দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ মহালছড়ির মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাহাদাত হোসেন সাজু (২৫) ও চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকার মৃত মেছের আলীর ছেলে মো. শাহজালাল প্র. টুলু মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে।
ওসি মো. নাছির উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধ পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতারদের যথাযথ পুলিশ মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টার দিকে চৌংড়াছড়ি যৌথখামার এলাকায় ভিকটিম গৃহস্থালি কাজের জন্য কুয়ার পানি সংগ্রহ করতে যায়। এসময় ওই দুই ব্যক্তি ভিকটিমকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে চিৎকার করলে ভিকটিমের স্বামী এগিয়ে আসে। এতে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর ভিকটিম নিজেই বাদী হয়ে গতকাল মহালছড়ি থানায় ধর্ষণ চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।