স্টাফ রিপাের্টার:: মহালছড়ির চৌংড়াছড়িতে ধর্ষণের চেষ্টাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল। রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশ করে।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে পানি আসতে গিয়ে দুই বখাটের হাতে ধর্ষণের চেষ্টার শিকার হয় ঐ গৃহবধু। এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে মহালছড়ি থানা পুলিশ শাহাদাত হোসেন প্রকাশ সাজু (২৫) ও টুলু মিয়া (২২)কে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
সমাবেশ থেকে ঐ নারীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল নেতৃবৃন্দরা। বিক্ষোভ শেষ সমাবেশকারীরা বলেন, পাহাড়ের আশঙ্কাজনক হারে ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিচারহীনতার ফলে ধর্ষনে উৎসাহিত হচ্ছে বখাটেরা। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার এ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ তোলা হয়। এ সময় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান নেবৃবৃন্দরা।
এতে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের (বিএমএসি)র খাগড়াছড়ি জেলা’র সাধারণ সম্পাদক উক্যনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, বিএমএসি কেন্দ্রীয় কমিটি’র প্রতিনিধি সাচিং মং মারমা, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মংসাই মারমা, টিএসএফর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কমিটি’র সভাপতি চিংসা মারমা, বিএমএসসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাথোয়াইঅং মারমাসহ বিএমএসসির নেতারা বক্তব্য রাখেন।