স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ মোঃ ইয়াছিন (৩২) নামে ফেনী ছাগলনাইয়ার জগন্নাথ সোনাপুরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী ২০২৪) গভীর রাতে রামগড় রামগড় পৌর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সন্ধা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ১৫০ টাকাসহ ইয়াছিন কে গ্রেফতার কর হয়েছে।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। এ সময় সে ফেনী ছাগলনাইয়ার জগন্নাথ সোনাপুরের কুদ্দুস মিয়ার ছেলে বলে জানায় পুলিশ।