সব
facebook raytahost.com
মিয়ানমারের ছোড়া মর্টারশেলে দুই বাংলাদেশি নিহত | Protidiner Khagrachari

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে দুই বাংলাদেশি নিহত

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে দুই বাংলাদেশি নিহত

ডেস্ক রিপাের্ট:: বান্দরবানে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে ঘুমধুম সীমান্তের ছয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গোলাগুলির সময় নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় বেশ কয়েকটি মর্টারশেল এসে পড়ে। এতে ওই এলাকার যুদিষ্টি ধরের ছেলে প্রবীর ধর আহত হন।

বিজিবি সূত্র জানায়, রবিবার ভোর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

এদিকে মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের মধ্যে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৭ সদস্য। আজ বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে।

বিজিবি নাসাকা সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে রবিবার ৫৮ জন বিজিপি সদস্য সীমান্তে আশ্রয় নেয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

১৭টি ত্রিপুরা বাড়িতে অগ্নিসংযোগ: নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র

১৭টি ত্রিপুরা বাড়িতে অগ্নিসংযোগ: নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র

পাহাড়িদের অস্তিত্ব কেড়ে নিতে চাইলে বরদাস্ত করবো না

পাহাড়িদের অস্তিত্ব কেড়ে নিতে চাইলে বরদাস্ত করবো না

ত্রিপুরা বসতি জ্বালিয়ে দেয়াসহ হামলায় নিন্দা

ত্রিপুরা বসতি জ্বালিয়ে দেয়াসহ হামলায় নিন্দা

প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে ৬ জন আটক

সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে ৬ জন আটক

বান্দরবানে মেয়র পদ হারালেন আ.লীগের দুই নেতা

বান্দরবানে মেয়র পদ হারালেন আ.লীগের দুই নেতা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com