স্টাফ রিপোর্টার:: চট্টগ্রামে বিয়ের দুদিন পর লরিচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (৪ ফেব্রুয়ারি) সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রায়হান উদ্দিন (৩০) নগরীর বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার আকদ সম্পন্ন হয়েছিল। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, চট্টগ্রাম মহানগরীর কাটগর থেকে সহকর্মী মুমিনকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় তাদের মোটরসাইকেলটি পৌঁছলে একটি লরি ধাক্কা দিলে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত মুমিনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।