স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড় পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. দেলোয়ার হোসেন (৭৫) চট্টগ্রামের ফটিকছড়িতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই ঘটনায় তার অপর ৬ জন নিকটাত্মীয় আহত হয়েছেন । নিহত দেলোয়ার ওই স্বজনদের সাথে চট্টগ্রামের হাটহাজারিতে আত্মীয়র বাড়িতে নবজাতককে দেখতে যাচ্ছিলেন।
শুক্রবার(২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপজেলার নাজিরহাট হাসপাতাল রাস্তার মাথায় মাটিভর্তি চান্দের গাড়ির ( জীপ) সাথে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে এসে রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন ও তার স্ত্রী, বেয়াই, মেয়ে, মেয়ের জামাতাসহ আহত সাতজনকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত দেলোয়ার হোসেন মারা যান।
নিহত দেলোয়ার হোসেন রামগড় পৌরসভার ২০০২ সালের নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর প্যানেল মেয়র এক মনোনিত হন এবং পরবর্তিতে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন। তিনি পৌরসভার সোনাইপুল বাজার এলাকার বাসিন্দা।
সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। টনায় নিহত হওয়ার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন দুর্ঘটনার পরপর গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।