স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে ভারতীয় কসমেটিক্সসহ ৪ জন আটক পুলিশ। এ সময় জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ১৫ মিনিটের দিকে মানিকছড়ি থানাধীন তিনটহরী ইউনিয়নের বড়ইতলী ব্রীজ এলাকা থেকে চট্টগ্রামগামী একটি সাদা প্রাইভেট কার থেকে এসব ভারতীয় কসমেটিক্সসহ ৪ জনকে দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে জানিয়ে অবৈধ ভারতীয় কসমেটিকস ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
অভিযানকালে সাদা রংয়ের প্রাইভেট কার থেকে তিন কার্টুনে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক্স পরিবহন এর সময় আটক করা হয়, মোঃ নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন (৪৫), মোঃ মেজবাউদ্দিন (৫২),গোলাম কবীর প্রকাশ কামাল (৫২),মোঃ ইসমাইল (৫১),আটককৃতরা ফেনী,নোয়াখালী চট্টগ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এর দিক নির্দেশনায় চোরাকার থেকে শুরু করে পুলিশ অপরাধমুলক কর্মকাণ্ড প্রতিরোধে সক্রিয় ভাবে কাজ করছে।
চোরাচালান এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার অংশ হিসেবে অভিযান অব্যাহত আছে জানিয়ে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান। কোন ধরনের অপরাধীদের ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী জানান এ পুলিশ কর্মকর্তা।