সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা
স্টাফ রিপাের্টার:: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ২০২৪) সকালে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন,সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পরভেজ মোস্তফা পিএসসি,জি । তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেত কাজ কের যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ সময় তিনি আরো বলেন, সামাজিক অবকাঠামোর উন্নয়ন জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দূর্ঘটনা,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার কাজ বন্ধে সকলের সহযোগিতা চান তিনি। এ সময় বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান,চাঁদাবাজি বন্ধসহ সন্ত্রাস নির্মূল ও শিক্ষা,স্বাস্থ্য থেকে শুরু করে অসহায় মানুষের পাশে থেকে পার্বত্য এ জেলাকে এগিয়ে নিতে সকলের ঐকবদ্ধ প্রচেস্টার বিকল্প নেই বলে তিনি করেন। এতে প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বিশৃঙ্খলা প্রতিরোধে সজাগ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদিন,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আরিফুল আমিন বক্তব্য রাখেন। সভায় নানান বিষয় তুলে ধরেন বক্তারা।
এ সময় গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান, বাটনাতলী ইউপি চেয়ারম্যান আঃ রহিম, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন এতে অংশ নেন।
এছাড়া গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার, গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব শীল, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও গুইমারা উপজেলা ট্রাক ও মিনি ট্রাক সমবায় সমিতির সভাপতি নুরুন্নবী চৌধুরী রুবেলসহ গন্যমান্য ব্যক্তি,হেডম্যান,কার্বারী, জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।