মো: সোহেল রানা,দীঘিনালা:: দীঘিনালায় লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান(লিন)প্রকল্পের পুষ্টি সংবেদনশীল কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জানুয়ারী ২০২৪) সকাল সাড়ে ১১টায় উপজেলা রিসোর্স সেন্টার হলরুমে ইন্ডিগেটর ডেভেলেমেন্ট ফাউন্ডেশন(আইডিএফ)কর্তৃক পরিচালিত লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান(লিন)প্রকল্পের বাস্তবায়নাধীন দূযোর্গ পুষ্টি সংবেদনশীল কার্যক্রম বিষয়ে আলোচনা সভায় লিন‘র কো-অডিনেটর সুনয়ন চাকমা‘র সঞ্চালনায় প্রধান অতিথি‘র হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাই চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনমিত্র চাকমা,উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো: মাইন উদ্দিন,দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, সাংবাদিক মো: সোহেল রানা ও লিন‘র উপজেলা ফেসিলিটর শিপলু ত্রিপুরা ।
পুষ্টি সংবেদনশীল বিষয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, দীঘিনালা উপজেলায় দূর্গম পাড়া গ্রাম পর্যায় মানুষেরা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এখন পুষ্টি সম্পর্কে সচেতন তারা এখন পুষ্টি সম্পর্কে জানে। দীঘিনালা উপজেলা লিন‘র কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন