স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর জামে মসজিদ সংলগ্ন জনৈক নুরুল ইসলামের পানের দোকানের সামনে গোমতী থেকে মাটিরাঙ্গা বাজারগামী রাস্তায় অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধ (চোরাচালান পন্য) নিজ নিজ হেফাজতে রাখার দায়ে ২ জন কে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের প্রতিটি ইউনিট অবৈধ চোরাচালান ও চোরাকারবারি এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে।
এরইধারাবাহিকতায় ২২ জানুয়ারি মধ্যরাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস অভিধানিক টিম ঘটনাস্থল থেকে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে, অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধ (চোরাচালান পন্য) নিজ নিজ হেফাজতে রাখার দায়ে দুজনকে আটক করা হয়। সুজন ত্রিপুরা(২৪) তবলছড়ির মাষ্টারপাড়া তপন ত্রিপুরার ছেলে ও উশাপ্রু মগ(২৪)মাটিরাঙ্গা ভূইয়াপাড়ার ছাথাউ কারবারি ছেলে বলে জানা যায়।
ঘটনাস্থল থেকে মোট ২১০ বক্স,০৯ প্যাকেট সর্বমোট দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধসহ চোরাকারবারীদের একটি ব্যবহৃত মোবাইল এবং একটি ব্যবহৃত পুরাতন কালো রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজুসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।